জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা পাঁচ বছর পর অর্জিত হয়েছে। গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) বেঁধে দেওয়া সময়ের ৭ দিন আগেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে কারাখানাটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা সার কারখানাকে ২০২০-২০২১ অর্থবছরের ১ জুলাই থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ৪০ হাজার টন বেঁধে দেয় বিসিআইসি। এ লক্ষ্যমাত্রা অর্জনে চাহিদা মোতাবেক কারখানার কাঁচামাল হিসেবে গ্যাস সরবরাহ না থাকলেও বুস্টার মেশিন দ্বারা কারখানার শ্রমিক কর্মচারীদের প্রচেষ্টায় ১ জুলাই থেকে সার উৎপাদন শুরু হয়। গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
বর্তমানে কারখানায় ইউরিয়া সার মজুদ রয়েছে ১ লাখ ১২ হাজার টন। এর আগে ২০১৫-২০১৬ অর্থবছরে বিসিআইসি ৪ লাখ ৫০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলে বার্ষিক উৎপাদন হয়েছিল ৪ লাখ ৫৭ হাজার ৭০৭ টন। কারখানায় সার উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হয়েছিল। কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার এর সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.