সৈয়দ আফসান উদ্দিন ছামি ও সৈয়দা মাহজাবিন মেহের এর জন্মদিন (১৮ জুন) শুক্রবার রাত ০৮:৩০ ঘটিকার সময় কেক কেটে পালিত হয়।
নগরীর শাহজালাল উপশহরস্থ তাদের বাসায় জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রীণ ভিউ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা’র সভাপতি মো. তৌফিকুল আলম বাবলু, দৈনিক সকাল বেলা পত্রিকা’র সিলেট ব্যুরো চীফ, সুপার বাংলা টিভির চেয়ারম্যান, সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, উপশহর ক্যাপ্টেন একাডেমী’র সাবেক শিক্ষিকা শান্তানা রহমান রিবা, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, রায়হান আহমদ, , বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউপি’রর কুবেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলবাব মোস্তফা খান, দিলওয়ার হোসেন শাহী, আঞ্জব আলী, জুয়েল চৌধুরী, মো. শহীদুল হক, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব সিলেট জেলা শাখার সভাপতি সাংবাদিক ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল গফুর রাজু, সৈয়দ মহিউদ্দিন রনি, সৈয়দ তালিমুল ইসলাম জুনু, তাহরিমা ইয়াসমিন ঝর্না, মো. হালিম আহমদ, মো. হালিম আহমদ প্রমুখ।
এসময় সৈয়দ মুহিবুর রহমান মিছলু বলেন ‘আমার ভাতিজা সৈয়দ আফসান উদ্দিন সামি ও আমার মেয়ে সৈয়দা মাহজাবিন মেহেরকে এক’ই দিনে আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেদিন তাদের আগমনে আমাদের পরিবারে সুখের আমেজ তৈরি হয়েছিল। আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।’ অনুষ্ঠান শেষে সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী সৈয়দা মাহজাবিন মেহের বড় হয়ে কি হওয়ার আগ্রহ আছে জানতে চাইলে মেহের বলেন ‘আমি বড় হয়ে ডাক্তার হব, একটা হাসপাতাল বানিয়ে সেখানে অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিব।
দেশ যুগান্তর/আরজে