‘মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই” এই শ্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পায়াক্ট বাংলাদেশ এবং অদ্রিতা ভিজ্যুয়াল’র সহযোগিতায় শনিবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, পায়ক্ট বাংলাদেশ’র প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর। বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. আল আমিন, ডা. সিফাত আরা সমরিন, ডা.লুৎফুন নাহার মৌসুমি, ডা.দিপা সরকার, সিনিয়র স্টাফ নার্স পুষ্পরানী দাস, সীমান্তিক মা মনি এমএনসিএসপি’র উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, ইসলামি ফাউন্ডেশন প্রতিনিধি মাও. জিয়া উদ্দিন প্রমুখ।
দেশ যুগান্তর/আরজে