লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প’র ঘর পেল গৃহহীন একটি পরিবার। বুধবার হেল্প’র সদস্যরা উপজেলার ৩নং চরমোহনা ইউপির আরিফ হোসেনকে তৈরীকৃত একটি ঘর বুঝিয়ে দেয়।
আরিফ হোসেন চরমোহনা গ্রামের বাসিন্দা। দিন মজুর। পাতার ঘর ছিল, যেখানে বৃষ্টিতে ভিজে রোদে শুকাত এমন একটা অবস্থা ছিল। আরিফ ও তার পরিবারের সবাই হেল্পের দেয়া এই উপহার পেয়ে অত্যন্ত খুশি। ঘর হলো মানে-মাথা গোঁজানোর একটি ঠাঁই। কিন্তু যদি পেটে ভাত না থাকে তাহলে কষ্ট পিছু ছাড়বে না। তাই হেল্প এই পরিবারটির দীর্ঘমেয়াদী একটি পরিবর্তনের লক্ষ্যে একটি আয়ের উৎস তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছে। আরিফ হোসেনকে একটি ছোট দোকান করে দেয়া হবে।
এর জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান হেল্প। যোগাযোগ : ০১৭৩৬১৭৯০৫৩
বিকাশ: ০১৭৬৩৫৮৯০৫৩
এসময় উপস্থিত ছিলেন, হেল্প এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফ হোসাইন, সেক্রেটারি জেনারেল আকলিমা বেগমসহ হেল্প’র সদস্য বৃন্দ।
হেল্প’র সেক্রেটারি আকলিমা বেগম বলেন, আমরা সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি হেল্প’র পাশে থাকতে পারি তাহলে আমরা এই সমাজটাকে আরো অনেক কিছু দিতে সক্ষম হব, ইনশা’আল্লাহ।
হেল্প এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফ হোসাইন বলেন, এ রকম অনেক আরিফ হোসেন আমাদের সমাজে রয়েছে আমরা সবাই মিলে যদি সহযোগিতা করতে পারি তাহলে আমাদের সমাজটা আরো অনেক সুন্দর ও বাসযোগ্য সমাজে পরিণত হবে। তিনি আরিফ হোসেনকে নতুন ঘর তুলে দেয়ার পাশা-পাশি একটি উপার্জনের উৎস তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি নাহিদ ও আনোয়ারসহ স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতথাজ্ঞতা প্রকাশ করেন। অসহায় একটি পরিবারের জন্য ঘরের কাজটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ঘরটি ।
দেশ যুগান্তর/আরজে