বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের সারের ডিপো থেকে অবৈধ ভাবে ৩৫০ বস্তা (১৭ টন) টিএসপি সার বিক্রয় করে আদমদীঘির ৪ জন সারের ডিলার।
আদমদীঘি উপজেলার ৪জন সার ডিলার কালোবাজারি সিন্ডিকেট করে নন্দীগ্রাম উপজেলার সারের ডিলার রুহুল আমীনের নিকট বিক্রয় করে দেয়, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া একটি চৌকস অভিযানিক কাহালু উপজেলায় (২৫ জুন) শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩৫০ বস্তা (১৭ টন) টিএসপি সার ও একটি ট্রাক সহ ৫ জন সার ডিলারদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো আদমদিঘী উপজেলার সারের ডিলার ১। এমদাদুল হক, ২। নওশাদ আলী, ৩।ফজলুল হক, ৪। এ হসানুল করিম
৫। রুহুল আমীন নন্দীগ্রাম উপজেলার সারের ডিলার।
র্যাব-১২’র লেঃ কমান্ডর আব্দুল-আল মামুন গণমাধ্যম কর্মীদের বলেন, সার কালোবাজারি ও চোরাচালানের এই চক্র অনেক দিন যাবৎ এই সিন্ডিকেট করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার সহ তাদের আটক করা হয়।