নীলফামারীর ডোমারে বাড়ীর পাশে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে আটকে থাকা গরু বাঁচাতে গিয়ে ফনিভূষন বর্মন (৫৫) নামে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়। দেখতে পেয়ে ফনির স্ত্রী বিরোবালা (৫০) স্বামীকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। প্রতিবেশী রামপ্রসাদ তাদেরকে উদ্ধার করে। ঘটনাস্থলে ফনিভূষন বর্মণের মৃত্যু হলে তার স্ত্রী বিরোবালাকে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিরোবালাকে মৃত ঘোষনা করে।
বুধবার (৩০জুন) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে উক্ত দূর্ঘটনাটি ঘটে। ফনিভূষন বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী নন্দীপাড়া গ্রামের মৃত ইন্দ্রমোহন বর্মণের ছেলে।
স্থানীয় বাবুচরণ রায় জানান, প্রায় এক কিলোমিটার দুরত্বে বাঁশের খুটিতে খোলা তারে নেসকো’র সেচ পাম্পের সংযোগ নেয় মৃত নগেন্দ্রনাথের ছেলে ধর্ম নারায়ণ। সেই সংযোগ তাঁর ছিড়ে মাটিতে পড়ে ছিল। ছেড়া তারে কৃষক ফনি বর্মণের মাঠে বাঁধানো একটি গরুর দড়ি আটকে ছিল। গরুটি আনতে গিয়ে সে বিদ্যুতের তাঁরে জড়িয়ে মাটিতে পড়ে যায়। দেখতে পেয়ে তার স্ত্রী বিরোবালা স্বামীকে উঠাতে গেলে স্বামী স্ত্রী দু’জনেই বিদ্যুাতায়িত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। এছাড়াও আরেক প্রতিবেশী বিশ^ রায়ের ২৫ হাজার টাকা মূল্যের একটি এঁড়ে গরু বিদ্যুাতায়িত হয়ে মারা যায়।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।