কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বস্তিতে থাকা ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন বস্তিতে ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
পরে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও লকডাউন বাস্তবায়নে পুলিশকে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার জেদান আল মুসা।
খাবার বিতরণের বিষয়ে ওসি বিনয় ভূষণ রায় জানান, করোনাভাইরাসে লকডাউনে বস্তিতে থাকা অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী আমরা খাবার বিতরণ করেছি। সামর্থ্য অনুযায়ী অসহায়দের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি।
পুলিশ সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে জানিয়ে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, পুলিশ জনগণের বন্ধু। মানুষের সেবা করাই পুলিশ ধর্ম। করোনার শুরু থেকে পুলিশ মানুষের পাশে ছিল, এখনো আছে।
মানুষের জন্য মানুষের পাশে যেকোনো সময় যেকোনো মুহূর্তে পুলিশ কাজ করবে বলে জানান তিনি।
এ সময় বিভিন্ন হতদরিদ্রদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন জেদান আল মুসা।