নীলফামারীর ডোমারে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬জন। এবং নীলফামারী সদর হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ জুলাই) র্যাপিড অ্যান্টিজেন পরিক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কোভিড -১৯ পরিক্ষা কেন্দ্রে ২১ জনের পরিক্ষার ফলাফলে উক্ত ফলাফল পাওয়া যায়। এবং গত (১০জুন) শনিবার রাত দশটায় আবু তালেব বসুনিয়া মঞ্জু (৬৫) নামে এক ব্যক্তি হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবু তালেব উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বসুনিয়া পাড়ার মৃত ইয়াছিন উদ্দিন বসুনিয়ার ছেলে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯৮ জন, সুস্থ্য হয়েছে ১৪২ জন, চিকিৎসাধীন রয়েছে ৫০জন ও মৃত্যু হয়েছে ৫ জন। এবং একজনের করোনা টেস্টের ফলাফল স্থগিত রয়েছে।