সুনামগঞ্জের দোয়ারাবাজারের সীমান্তে চোরাইপথে আসা ২৪ বস্তা ভারতীয় সুপারি জব্ধ করেছে বিজিবি। তবে তারা জড়িত কাউকে আটক করতে পারেনি ।
বিজিবি সুত্রে জানা যায়,৪৮ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে শনিবার স্থানীয় বাংলাবাজার বিওপির সুবেদার আক্তার হোসেনের নেতৃত্বে সীমান্তের ১২৩৫ নম্বর মেইন পিলার হতে ১শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে কলাউড়া নামক স্থান থেকে চোরাইপথে আসা ২৪ বস্তা ভারতীয় কাচা সুপারি আটক করে জব্ধ করা হয়েছে। যার সিজার মূল্য ১লক্ষ টাকা।
৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল (পিবিজিএম, পিএসসি) এর সত্যতা নিশ্চিত করে জানান, জব্ধকৃত সুপারি ছাতকস্থ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।