সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সচেতনতা মুলক প্রচারণা অব্যাহত রয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার ইসলাম পুর, নোয়ারাই ও ছাতক সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালিয়েছেন তারা।
মহামারি কোভিড ১৯ সংক্রমণে গণসচেতনতার লক্ষ্যে, জনসমাগম না করা, বিনা প্রয়োজনে ঘরের বাহির না হওয়া,হাত ধোয়া,এবং মাস্ক পরিধান করাসহ বিভিন্ন সচেতন মুলক প্রচারণা করেছেন। সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে এ সময় সাধারণ মানুষদের পরামর্শ প্রদান করা হয়। নিজেদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাস্কও বিতরণ করেন তারা।
এ সময় টিমের সাথে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সফিকুর রহমান, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ ফারুক আহমেদ ও ইউনিয়ন আনসার কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা, দল নেত্রী গন উপস্থিত ছিলেন। গত ০৭জুলাই থেকে প্রতি ইউনিয়নে কমান্ডার ও দলনেতা দলনেত্রী পৌর সভায় ওয়ার্ড দলনেতা দল নেত্রীরা জনসচেতনতার কাজ করে যাচ্ছেন।