ফের করোনার ‘হটস্পট’ হয়ে উঠছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত শনাক্ত হচ্ছেন অশঙ্কাজনক হারে। গত ২৪ ঘন্টায় শ্বাসকষ্ট, কাশি ও জ্বর-সর্দির মতো উপসর্গ নিয়ে নিয়ে অনন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদের অনেকেই সিলেটের বিভিন্ন হাসপাতালে আইসিউতে সংকটাপ্নন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে উপজেলার সত্তিশ গ্রামের একজন, বিশঘর গ্রামের একজন, সৈয়দ মান্দারুকার একজন, রামপাশার একজন, জানাইয়া মশুলার একজন, দ্বিপবন্ধবিলপার গ্রামের একজন, সিংগেরকাছর একজন, সদুরগাওর একজন ও নওধার গ্রামের একজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলায় নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ৩ জনে। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৫ নারী-পুরুষ। বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন ৮০ আক্রান্ত ব্যক্তি। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪শ ৮ জন করোনা আক্রান্ত রোগী।