মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার (১৩ জুলাই) কুলাউড়া উপজেলার রবিরবাজার ও চৌধুরীবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং করোনাকালীন সময়ে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানাতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় কুলাউড়া উপজেলার রবিরবাজার, কুলাউড়া রোড, চৌধুরীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ঔষধের প্যাকেটের গাঁয়ে মূল্য না লেখা থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর রবিরবাজারের খাদিজা ডিপাটমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা ও মা ফার্মেসীকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।