ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসে আগুন লেগে দগ্ধ হয়ে তিন যাত্রী মারা গেছেন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং ১১ জনকে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যাত্রীরা জানিয়েছেন, চাঁদপুরের মতবল থেকে ৩০ জন যাত্রী নিয়ে মতলব এক্সপ্রেস পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। মহাসড়কের গৌরিপুরে এসে বাসটিতে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছেন।
আগুন লাগার পর যাত্রীদের আর্তচিৎকারে বাসস্ট্যান্ড এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আগুন লাগার কারণে মহাসড়কে আধা ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তাদের।
দাউদকান্দি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.খায়ের বলেন, বিকাল সোয়া ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে লাশ উদ্ধার করি। অজ্ঞাত লাশ দুটি দাউদকান্দি হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।