ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন মিতালী রাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইল ফলক ছুঁলেন তিনি।
ভারতের হয়ে ২১ বছর ধরে খেলছেন মিতালী। ১০টি টেস্ট, ২১২টি একদিনের ম্যাচ এবং ৮৯টি টি২০ ম্যাচে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করলেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে।
বিশ্বে দ্বিতীয় মহিলা ক্রিকেটার মিতালী, যিনি এই কৃতিত্ব গড়লেন। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের এই কৃতিত্ব রয়েছে। ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেছিলেন ১০ হাজার ২৭৩ রান। মিতালী খেলেছেন ৩১১টি আন্তর্জাতিক ম্যাচ। তাঁর সংগ্রহ ১০,০০১ রান। ভারতীয় মহিলা দলের একদিনের ক্রিকেটের অধিনায়কের কাছে সুযোগ রয়েছে এডওয়ার্ডকে টপকে যাওয়ার।
১০টি টেস্টে মিতালীর সংগ্রহ ৬৬৩ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ম্যাচ নিয়ে ২১২টি একদিনের ম্যাচ খেলেছেন মিতালী। সেখানে তাঁর সংগ্রহ ৬৯৭৪ রান। টি২০ ম্যাচ খেলেছেন ৮৯টি। রান করেছেন ২৩৬৪।