ছাতকে নতুনভাবে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৯ জনের। গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন নমুনা টেস্ট থেকে করোনা পজেটিভ শনাক্ত হয় ১৩ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ জনের। শনিবার র্যাপিড এন্টিজেন নমুনা টেস্ট থেকে ৩৭ জনের মধ্য থেকে ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ৪৮ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ জনের। করোনা পজেটিভ শনাক্ত হয় ২৯ জনের। দু’দিনে এখানে আক্রান্তের হার প্রায় ৪২ শতাংশ। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে লকডাউন উপেক্ষা করে শহরে মানুষ যত্রতত্র ভাবে চলাচল করছেন। ভারী যানচলাচল না করলেও সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু সহ ছোট-ছোট যাত্রীবাহী যান চলাচল করছে উপজেলার সকল রোডে। দোকানপাটও সরকারি নির্দেশনা উপেক্ষা করে খোলা হচ্ছে। শহরে স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন অধিকাংশ মানু্ষ। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিচালিত হয়েছে।
শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।