সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের মাতা বেগম সুফিয়া নুর বার্ধক্যজনিত কারণে সোমবার গভীর রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহিলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ৬মেয়েসহ নাতি নাতনী, আত্মীয় স্বজন অনেক গুনগ্রাহি রেখে গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী ঈদগাঁ ময়দানে জানাযা সম্পুর্ণ হয়। মরহুমার জানাজা শেষে উনাকে তেঘরিয়া গাজী দরগাহ কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা এমপি এড. শামীমা শাহরিয়ার, এফবিসিআই সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন, এড নান্টু রায়, যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, সুবীর তালুকদার বাপটু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, মানব সম্পদ সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, পরিকন্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত শাহীন আহমেদ চৌধুরী, ছাতক লাইমষ্টোন সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আহমদ সাখাওয়াত চৌধুরী সেলিম, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, সুনামগঞ্জ জজকোর্টের এপিপি এড. দেবাংশু শেখর দাস, সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, আশিকুর রহমান রিপনসহ শোক প্রকাশ করেন।নেতৃবৃন্দরা এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।