নীলফামারীর ডোমারে রাতের আধারে গৃহবধূঁকে (২৩) তার শয়ন ঘরে ধর্ষনের চেষ্টা করার অভিযোগ উঠেছে মজনু মিয়া (৫৫) নামে প্রতিবেশীর । মজনু মিয়া ওই গৃহবধূর সম্পর্কে প্রতিবেশী জ্যাঠা শশুর হয়। মজনু উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া ডাক্তারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে চাটি মামুদের ছেলে।
মঙ্গলবার(৩ আগষ্ট) দুপুরে ধর্ষণ চেষ্টাকারীর বিচার চেয়ে, বিভিন্ন লেখা সংকবলিত ব্যানার,প্লেকার্ড হাতে নিয়ে ডাক্তার পাড়া এলাকা থেকে ভুক্তভোগী পরিবারের সাথে এলাকাবাসী মিছিল নিয়ে উপজেলা পরিষদের অভিমুখে আসতে থাকে। থানা পুলিশ খবর পেয়ে মিছিলটি উপজেলা পরিষদ পৌছার আগে ডোমার ভূমি অফিসের সামনে সড়কে মিছিলটি থামিয়ে দেন। পরে তাদের সামাজিক দুরত্ব মেনে কয়েকজনকে থানায় আসতে বলেন।
ওইদিন দুপুরে ভুক্তভোগী গৃহবধূঁ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মজনু মিয়াকে আসামী করে থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত শুক্রবার(৩০ জুলাই) রাত অনুমান দেড়টার সময় মজনু মিয়া ওই গৃহবধূঁর শয়ন ঘরের দরজার বাধন কেটে চুপিসারে ঘরে প্রবেশ করে। ঘরে শুয়ে থাকা ওই গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা করে। টের পেয়ে গৃহবধূ ও তার দিন মজুর স্বামী, মজনুকে আটকের চেষ্টা করলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখান এবং ঘর থেকে বেড়িয়ে যান মজনু। রাতেই বিষয়টি স্থানীয় আব্দুল আজিজকে জানান তারা। পরের দিন ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানো হয় বলে অভিযোগে উল্লেখ করেন বাদীনি।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আজ মঙ্গলবার দুপুরে বাদীনির লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড করা হয়েছে।