ছাতকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন ছাতক থানা পুলিশ। রোববার সকালে থানা চত্ত্বরে এ পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। ডেঙ্গু মুক্ত করতে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন থানার সকল পুলিশ কর্মকর্তা ও কনষ্টেবলবৃন্দ। তারা থানা এলাকার ঝুপ-ঝাড় কাটা সহ ময়লা আবর্জনা পরিস্কার করেন। ডেঙ্গু মশার বিস্তার প্রতিরোধে থানা চত্ত্বরে কীটনাশক স্প্রে করেন। বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানি পরিস্কার করে থানা এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখার চেষ্টা করেন তারা।
পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন ওসি(তদন্ত) মিজানুর রহমান, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসআই দিপংকর বিশ্বাস, এএসআই মুসা মিয়া সহ থানার এসআই, এএসআই ও কনষ্টেবলবৃন্দ।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, দেশে ডেঙ্গু মশার ক্রম বিস্তার ঘটছে। সকলেই স্ব-স্ব এলাকা ও বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুমুক্ত থাকার পরামর্শ দেন তিনি।