শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

“বগুড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী ও মুজিব পদক প্রদান”

নিয়ামুল ইসলাম, ধুনট, বগুড়া :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও মুজিব পদক প্রদান অনুষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের অর্থায়নে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হন।

এই দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
সকল কর্মসূচিতেই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আহমেদ।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আমাদের দেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ফলে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত। এদেশের রাজনীতিতে তার অনন্য সাধারণ ভূমিকার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। এই মহীয়সী নারী ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে স্বপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন। এসময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনাও করেছেন। এছাড়াও তিনি মহামারি করোনা হতে সুরক্ষায় সকলকে অতঙ্ক নয় সচেতন হতে পরামর্শ দিয়েছেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, কৃষি কর্মকর্তা নূরে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপর দিকে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102