পনের আগস্ট জাতীয় শোক দিবস,
স্বাধীন বাংলাদেশে জাতি আজ অবস;
বীর বাঙ্গালী জাতি বঙ্গ পিতার খুনি
মলিন বদনে আজি করি আফসোস।
নয় মাসে যুদ্ধ করি ষোল ডিসেম্বর,
বিজয় করেছি দেশ জাতি বীরত্বের,
আমার সোনার বাংলা রবীন্দ্র নাথের
বিশ্ব কবি বাঙ্গালী জাতি সারা বিশ্বের।
পাকিস্তানি দোসর ঘৃণ্য খুনি মোস্তাক,
বঙ্গবন্ধু হত্যা জাতি আজ হতবাক;
কেঁদেছে বিশ্ববাসী বঙ্গবন্ধুর খুনে,
কাঁদো বাঙ্গালী কাঁদো জাতি আজ অবাক।
জাগো বাঙ্গালী জাগো সোনার বাংল গড়ো,
বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়ো;
শেখ হাসিনার হাত শক্ত করে ধরো
বাঙ্গালী বীরের জাতি বিশ্বময় ছাড়ো।
গগণে উঠিল রবি আলোর পরশে
হাসিয়া বাঙ্গালী জাতি রঙিন সবুজে;
পনের আগষ্ট ম্লান হলো পরক্ষণে
কাঁদো বাঙ্গালী কাঁদো স্বাধীন বাংলাদেশে।
শোকাবহ আগষ্টের বীরের বাঙ্গালী
পনের আগষ্টে শোকে শক্তিতে বাঙ্গালী;
উন্নয়নে বাংলাদেশ বিশ্বে শক্তিশালী
লাল সবুজ পতাকা উড়াবে বাঙ্গালী।
বঙ্গবন্ধুর সুযোগ্য হাসিনা কাণ্ডারী
শক্ত হাতে হাল ধরেছে সোনার তরী;
আজ শোককে শক্তিতে পরিণত করি
বঙ্গবন্ধুর স্বপ্ন! সোনার বাংলা গড়ি।
লেখকের পরিচিতি :
এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
সহ-সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ।
জেলা সমন্বয়কারী ও প্রতিনিধি :
প্রধান কার্যালয় দুর্নীতি দমন নাগরিক আন্দোলন।
আহবায়ক
খাগড়াছড়ি পার্বত্য জেলা
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
রচনাকাল : বুধবার ৪ আগস্ট ২০২১ খ্রি