বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

খাগড়াছড়িতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালিত

এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫৯২ বার দেখা হয়েছে

আজ ৪৬তম জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ অগাস্টের কালরাতের,এই দিনে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিণী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন। খাগড়াছড়ি পার্বত্য জেলায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী নিয়ে শোক দিবস পালিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের ৪৬তম জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ভারত প্রত্যাগত শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যান্তরিন উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন) ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধূরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধূরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, এ্যাডভোকেট মহিউদ্দিন কবীর, প্রমূখ নেতাকর্মীরা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

পরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জননন্দিত সভাপতি জননেতা টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি থাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত না থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধূরী, এ্যাডভোকেট মো মহিউদ্দিন কবীর, খাগড়াছচড়ি জেলা আওয়ামনী লীগের সাধারণ সম্পাদক মো দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি সদর উপজেনলা আওয়ামী লীগ সভাচনপতি সঞ্জীব ত্রিপুরাসহ বহু নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তারা আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর সঙ্গে নিহত হয়েছেন সেই সব নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন |

আলোচনা সভার পূর্বে আওয়ামী লীগ, যুব লীগ জাতির জনক বঙ্গবন্নধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনেরব পর দলীয় কার্য্লয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102