আসন্ন যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক সাধারণ সভা গত শুক্রবার হাটহাজারী শ্রীশ্রী সীতাকালী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্যামল রুদ্র। ছোটন দাশের সঞ্চালনায় আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও পরিষদের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অসীম দাশ গুপ্ত, আশীষ দে, দীপেন দাশ, সাংবাদিক শ্যামল নাথ, মাস্টার শিবু দাশ, নিকু শীল, মুন্সি বিশ্বজিৎ দে, এড. কৃষ্ণ প্রসাদ নাথ, বিধান বণিক, সাংবাদিক সুমন পল্লব, রতন চৌধুরী, সুমন মিত্র, নয়ন চৌধুরী, সনি পাল, শাওন দাশ, সুজন বণিক, রুবেল আচার্য্য, লিটন রুদ্র, উৎপল রুদ্র, বিশ্বজিৎ নাথ, অরুণ চৌধুরী, শৈবাল নন্দী, জয়দেব শীল, সাহস শীল, সোহান শীল, সৃজন দাশ প্রমূখ।
সভায় আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সুচারু ভাবে সম্পন্ন এবং স্বাস্থ্য বিধি মেনে উদযাপন করার লক্ষ্যে পরিষদের সহ সভাপতি দীপেন দাশকে আহবায়ক ও যুগ্ম সম্পাদক মুন্সী বিশ্বজিৎ দে কে সদস্য সচিব মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট একটি উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়।