মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র শ্বাশুরী শ্রীমতি অহিলা ত্রিপুরার অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন

এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৬৩৩ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শ্রীযুক্ত সুরেন্দ্র লাল ত্রিপুরা (সুরেন্দ্র মাষ্টার/মহাজন)’র সহধর্মীনি মহিয়সী শ্রীমতি অহিলা ত্রিপুরা (৯১) বার্ধক্যজনিত কারণে ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের জোরমরম এলাকার সুরেন্দ্র মাষ্টার (মহাজন) পাড়ার নিজ বাস ভবনে (সুরেন্দ্র মাষ্টার ভবন) ৯১ (একানব্বই) বছর বয়সে পরলোক গমন করেন। সব্বে সত্ত্বা সুখিতা ভবন্তু। অনিচ্চাবত সাংকারা — — — –। ওঁ নমো শিবায়! ওঁ নমো শিবায় — — — ।

গতকাল আগষ্ট ২১, ২০২১ খ্রিস্টাব্দ শনিবার শুক্লপক্ষের চতুর্দশীর তিথিতে ভোর ০৪:৩০ (চারটা ত্রিশ) টায় সম্ভান্ত পরিবারের মহিয়সী সাধ্ববী শ্রীমতি অহিলা ত্রিপুরা (৯১) বছর বয়সে নিজ ধামে ইকলোক ত্যাগ করে পরলোক গমন করেন। তিনি একজন মহিয়সী রত্নাগর্ভাও বলা যায়। মহিয়সী নারী প্রতিথযশা শ্রীমতি অহিলা ত্রিপুরা পুত্র-কণ্যা-নাতি-নাতনি ও বহু আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব রেখে গেছেন। আমরা তাঁর আত্মার সদগতা ও মঙ্গল কামনা করছি। প্রয়াত মহিয়সী শ্রীমতি অহিলা ত্রিপুরার পুত্রকণ্যারা ও নাতি-নাতনিরা চাকরী করেন। অনেকেই আবার জনপ্রতিনিধিও করেন। স্বয়ং তাঁর প্রয়াত স্বামী প্রবীন শিক্ষাবিদ ও ভাইবোনছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তিনি (শ্রীমতি অহিলা ত্রিপুরা) তাঁর জীবদ্দশায় এক কণ্যা শ্রীমতি মল্লিকা ত্রিপুরা (শিক্ষিকা)র স্বামী শ্রীযুক্ত কুজেন্দ্র লাল ত্রিপুরা বর্তমান গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের (ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার) দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছন।

বর্তমান সরকারের খাগড়াছড়ির ২৯৮ নং আসনের একজন জনপ্রিয় জননেতা সংসদ সদস্য শ্রীযুক্ত কুজেন্দ্র লাল ত্রিপরা। শ্রীযুক্ত কুজেন্দ্র লাল ত্রিপরা এমপি শুধু সংসদ সদস্য নয়। তিনি (কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি) বর্তমান সরকারের একজন জনপ্রিয় প্রতিনিধিও বটে। ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিন উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন টাস্কফোর্স চেয়ারম্যানের (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) দায়িত্বও পালন করছেন। এ ছাড়াও তিনি খাগড়াছড়ি জেলা আওয়া লীগেরও সভাপতি (দলের কাণ্ডারী) মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি তাঁর প্রয়াত শ্বাশুরীকে একাই দেখতে আসেননি। তাঁ সফর সঙ্গী ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধূরী অপু, জুয়েল ত্রিপুরা পার্থ, সম্মানীত সদস্যবৃন্দরা হলেন শুভ মঙ্গল চাকমা, আশুতোষ চাকমা, নীলোৎপল চাকমা, জুয়েল চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা,, শতরূপা চাকমাসহ পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, পরিষদের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগের নেতা-নেত্রী ও কর্মীবৃন্দরাও এমপির শ্বাশুরীর অন্তেষ্ঠিক্রিয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
আর খাগড়াছড়ির মংসার্কেল শীপ মং রাজা সাচিংপ্রু চৌধূরীও অন্তেষ্ঠি ক্রিয়ায় অংশ নিয়েছেন।

টাস্কফোর্স চেয়ারম্যান মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শ্বাশুরী মাতার প্রয়ানে স্থানীয় জনগণসহ খাগড়াছড়ির হাহারো জনতার ঢল অন্তেষ্ঠি ক্রিয়ায় অংশ গ্রহণ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102