লক্ষ্মীপুরের রায়পুরে আগুন লেগে কৃষকের ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। বুধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ৯নং ইউনিয়ন ৭নং ওয়ার্ড উত্তর গাইয়াচর গ্রামের ছৈয়াল বাড়ির কৃষক মোক্তার আহাম্মেদ এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, আমরা দুপুরে বাড়ির পাশে একটি নতুন মোরগের খামারে কাজ করছিলাম। হঠাৎ বাড়ির লোকজনের চিৎকারের আওয়াজ শুনে এসে দেখতে পাই আমার পুরো ঘরে দাউ দাউ করে আগুন ঝলছে। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরের সব কিছু পুড়ে যায়। কৃষক মোক্তার আহাম্মেদ বলেন, অনেক আশা নিয়ে মোরগের খামারের কাজ শুরু করি। এতে ব্যাংক, এনজিও, ধার দেনা করে প্রায় ৬ লক্ষাধিক টাকা ঋণ করে ঘরে রাখি। এছাড়াও ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, জমিনের কাগজপত্র সহ পুড়ে যাওয়ায় কোনো কিছুই পাওয়া যায়নি।
এ ঘটনায় রায়পুর উপজেলা ফায়ার সার্ভিস এর দায়িত্বরত অফিসার নজরুল ইসলাম বলেন, অগ্নি কান্ডের ঘটনা জানতে পেরে ঘটনার স্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস ঘটনার স্থলে পৌছার আগেই কৃষকের ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক মোক্তার আহাম্মেদ ক্ষয় ক্ষতি সামাল দিতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।
দেশ যুগান্তর/জেআর