জামালপুরের সরিষাবাড়ীতে ঘরোয়া ফুটবল লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে’ বিনোদনের জন্য ফুটবল লীগ ২০২১ ইং খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা ক’জন আয়োজনে বিশিষ্ট সমাজসেবক হাসানুর রহমান পিন্টু’র সার্বিক সহযোগিতায় শামীম খাঁন, রাজু আহমেদ মিলন, নজরুল ইসলাম রাঙ্গা বাবু, রতন মিয়া, রিপন খাঁন, রেজুয়ানুল ইসলাম, জসিম আহমেদ ও সোহাগ সরকারের পরিচালনায় এ খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, বাউসী বাজার শাখার অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন খেলার উদ্বোধন করেন। এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বাশিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সদস্য ও আসন্ন মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির। এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক তৈকির আহাম্মেদ হাসু, দৈনিক মানবজমিন প্রতিনিধি এম এ রউফ ও দ্যা ডেইলী মুসলিম টাইমস এর সরিষাবাড়ী প্রতিনিধি ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। খেলায় স্বাধীন-মুগ্ধ-রাহাত একাদশ বনাম ভূঁইয়া একাদশ ফুটবল খেলায ১-২ গোলে ভূঁইয়া একাদশ বিজয়ী লাভ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
নিউজরুম/জেআর