বাংলাদেশের চিত্র নায়িকা পরীমণি
মরেনি তাই আমার নয়নের মণি;
চলচ্চিত্র জগতে কত রয়েছে জানি
আমার সাধের নায়িকা হৃদয় মণি।
প্রতিটি মানুষ দেশের সম্পদ বলে
অগোচরে হায়েনারা ধরে থাবা মেলে
সকলের প্রয়োজনে মানবিক হলে
মিলে মিশে থাকে নারী পুরুষ সকলে।
কিন্তু হায় পরীমণি বোটক্লাবে গেলে
অকথ্য ভাষায় গালি গালাস শুনলে;
মনোমুগ্ধকর পরিবেশ নষ্ট হলে
পরীমণির মতো অনেক নারী বলে?
নারী অধিকার নারীর ক্ষমতায়ন
সহায়ক শক্তি যারা পুরুষে তাড়ন,
রাষ্ট্র বুদ্ধিজীবি পেশাজীবি সর্বজন
নারীদের অধিকার করো সংরক্ষণ।
পরীমণি মরেনি তো আমারই জন্য
শেখ হাসিনার বাংলাদেশ হলো ধন্য!
“বঙ্গকণ্যা” নাম রেখেছি তারই জন্য
ধরিত্রী মহলে বলে “বাংলাদেশ ধন্য”।
পুরুষতান্ত্রিক দেশ নারীর শাসন,
পৌরাণিক কাহিনীতে কত দু:শাসন?
সোনার লঙ্কায় ছিল দুষ্ট দশানন
ন্যায়ের স্বপক্ষে ছিল ভাই বিভীষন
সীতারে হরণ করে রাবনে মরণ
স্ববংশে বিনাশ হলো শাস্ত্রের বচন,
নারী লোভী দু:শাসন রাজা দুর্যোধন
সর্বশান্ত রাজ্য হারা হইল পতন।
সকল ধর্মের মর্ম নারী মাতৃসম
হেন কাজ করিবেন পুরুষত্ব মম!
পুরুষের বীরত্ব শক্তি বীর্যেরসম
সর্বোত্তম নর-নারী বাংলাদেশ মম।
উন্নত শিখরে আজ সারা বিশ্বময়
বঙ্গবন্ধুর সোনার বাংলা জয় জয়;
“বঙ্গকণ্যা শেখ হাসিনা” হলো বিজয়
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয়।
কবি ও লেখকের পরিচিতি :
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
মোবাইল : ০১৬৪১-৩০১০২০,
বিকাশ : ০১৮৩০-২৯০০৪৬ ।
ই-মেইল : scs19632006@yahoo.com.
সহ-সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ।
জলা সমন্বয়কারী
প্রতিনিধি প্রধান কার্যালয়
দুর্নীতি দমন নাগরিক আন্দোলন।
চেয়ারম্যান
খাগড়াছড়ি জেলা
আলোকিত মানবাধিকার সাংবাদিক সোসাইটি।
আহবায়ক
খাগড়াছড়ি জেলা
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
রচনাকাল :
শুক্রবার :
তারিখ : জুলাই ০৩, ২০২১ খ্রি. ।
প্রেরিত তারিখ : সেপ্টেম্বর ০১, ২০২১ খ্রিস্টাব্দ।