মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে না
ঘৃণা করে তার সেই পাপের কাজকে;
পাপের পাপী মানুষকে ঘৃণা করে না
ঘৃণা করে তার সেই পাপীর পাপকে।
পাপকে ঘৃণা করো সবে পাপীকে নয়
মানুষকে ভালোবাসো অন্যায়কে নয়;
জগত সুন্দর হবে সারা বিশ্বময়
হিংসা-নিন্দি ছাড়ো সবে শান্তিতে আলয়।
জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো
জ্ঞানের প্রদীপ শিখা সারাবিশ্বে জ্বালো;
ভগবানে ভালোবাসে সকলের জন্য
দয়া মায়া প্রেম-প্রীতি করুণার আলো।
ঈশ্বর বলেন খোদা বলেন ভগবান
প্রাণীদের মানুষকে সৃষ্টির মহান;
কলঙ্ক জগতে জ্ঞানে-গুণী বুদ্ধিমান
শ্রেষ্ঠ জীবের মধ্যে মানুষ ভাগ্যবান।
চাঁদের কলঙ্ক আছে মানুষ হবে না?
নারীর কলঙ্ক আছে পুরুষ হবে না?
নারীরা মমতাময়ী দুর্গতি নাশিনী
পুরুষের পুরুষত্বহীন করে ঘৃণা।
আদি-অন্তহীন জগতে বড়াই করো
পুরুষের জন্ম লগ্ন জান কী সবারো?
পুরুষ কীভাবে এলো ভ্যুম শূন্য করো
নিজে নিজেকে জানো পরের দোষ ধরো।
পুরুষ হয়েছো বলে গর্ব কী তোমার
মায়ের জঠরে ছিলে দশমাস যার;
লৌহ কূম্ভী নরকেতে অমাবশ্যা যার
পূর্ণিমা চাঁদের হাসি ধরিত্রী মাঝার।
লেখক —-
এস চাঙমা সত্যজিৎ
রচনাকাল : শুক্রবার
৩ সেপ্টেম্বর ২০২১ খ্রি.