কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের (৩ ও ৪) নং ওয়ার্ডের কাজের বিনিমনে অর্থ প্রদানের প্রক্রিয়ায় সাঁড়া দিয়েছেন কারিতাস বাংলাদেশ,
রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উখিয়া ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যানের অফিস কক্ষে এক মতবিনিময় সভায় কারিতাসের উদ্দ্যোক্তরা বলেন সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবারের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরীর প্রচেষ্টায় আমরা (৩ ও ৪) নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবাবের মধ্যে (ক্যাশ ফর ওয়ার্ক) কাজের বিনিময়ে অর্থ প্রদান ও সেসব দূর্ঘম এলাকায় পথচারিদের যাতায়াতের সুবিদার্তে রাস্তা ড্রেন কাল্ভার্ড যথাক্রমে ৩নং ওয়ার্ডে ৭টি,৪নং ওয়ার্ডে ৫টি (সি এফ ডাব্লিও) ও (সি আর এ) এর কাজ চলমান প্রক্রিয়াধীন রয়েছে, তাই হোস্ট কমিউনিটিকে সহায়তার আলোকে স্থানীয়দের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি সদস্য জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী মেম্বার, মহিলা ইউপি সদস্য খুর্শিদা বেগম, কামরুন্নেছা ও এলাকা প্রতিনিধিসহ পি,ও,ডি,আর,আর মোজাম্মেল হক, পিও বিকাশ,ইঞ্জিনিয়ার বজলুল রহমান, ফিল্ড ফেসিলেটর/ফিল্ড সুপার ভাইজার মুজিবুল হক,মোজাহিদুল ইসলাম, সি,এ,এন,ডি,ও একতা কারিতাস বাংলাদেশ।