রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

তিন কারণে ‘অলাতচক্রে’ জয়া আহসান

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৮৮ বার দেখা হয়েছে

এক দিন বাদে মুক্তি পেতে চলেছে হাবিবুর রহমানের প্রথম ছবি ‘অলাতচক্র’। ১৯ মার্চ দেশের ১৭টি সিনেমা হলে দেখা যাবে সরকারি অনুদানের এই ছবি। আহমদ ছফার ‘অলাতচত্র’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে বড় পর্দায় তায়েবা চরিত্রে দেখা দেবেন জয়া আহসান। কেন এই চরিত্রে জয়াকে ভাবলেন? এমন প্রশ্নের উত্তরে এই পরিচালক বলেন, এই মুহূর্তে এই চরিত্রের জন্য জয়া আহসানের ওপরে কেউ নেই। তাঁর মতো একজন গুণী অভিনেত্রী আর তারকাকে প্রথম ছবিতে পাওয়া একজন নির্মাতার জন্য বড় ব্যাপার।

‘এই মুহূর্তে এই চরিত্রের জন্য জয়া আহসানের ওপরে কেউ নেই। তাঁর মতো একজন গুণী অভিনেত্রী আর তারকাকে প্রথম ছবিতে পাওয়া একজন নির্মাতার জন্য বড় ব্যাপার।’

জয়া আহসান সম্পর্কে পরিচালক হাবিবুর রহমান :

পরিচালকের কারণটা তো বোঝা গেল। কিন্তু জয়া আহসান কেন হাবিবুর রহমানের মতো তরুণ নির্মাতার প্রথম ছবিতে কাজ করলেন? উত্তরটি জয়া আহসান দিলেন তিন ভাগে। বললেন, ‘প্রথমত, পরিচালক অনেক দিন ধরে পাগলের মতো লেগে ছিলেন, এই চরিত্রে আমাকে নেওয়ার জন্য। পরিচালকের প্রচেষ্টাটা সৎ আর আন্তরিক ছিল। দ্বিতীয়ত, আহমদ ছফার গল্প। তিনি অত্যন্ত গুণী, গুরুত্বপূর্ণ আর প্রথাবিরোধী একজন লেখক। চরিত্রটাও দুর্দান্ত। তৃতীয়ত, ছবিটা স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বানানো। থ্রি–ডি ফরম্যাটে বানানো প্রথম ছবি। দুই দিক থেকেই ইতিহাসের অংশ হয়ে থাকার একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি।’

শুটিংয়ে চ্যালেঞ্জের কথা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমার অংশের শুটিং হয়েছে ময়মনসিংহের সংক্রামক ব্যাধি হাসপাতালে। আমার চারপাশে ৫০–৬০ জন নানা রোগে আক্রান্ত রোগী। তার ভেতরে যতটা সাবধানে পারা যায়, শুটিং করা। তাই ভয়ে ভয়ে ছিলাম। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্পও ছিল না। কেননা এই হাসপাতাল দেখতে বেশ খানিকটা কলকাতার হাসপাতালের মতো। শেষমেশ কতটা কী রাখা হয়েছে, তা জানি না। আশা করছি ভালোই হয়েছে।’

দানিয়েল পেশায় লেখক, নেশায় বিপ্লবী। একাত্তরের মুক্তিযুদ্ধে ভাগ্য তাকে শরণার্থী হিসেবে নিয়ে যায় কলকাতায়। সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার হতাশা, হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা প্রেমিকা তায়েবার সঙ্গে নীবর প্রেম, তার আবদার মিটিয়ে মাছ রান্না করে নিয়ে যাওয়া, বিপ্লবী আর রাজনীতিবিদদের সঙ্গে আলাপ, চাকরির খোঁজ—এভাবেই কাটছিল সেই লেখকের যুদ্ধের ভেতর সংকটের দিনগুলো। ধারণা করা হয়, দানিয়েলের ভেতরে লেখক আহমদ ছফা নিজেকেই এঁকেছেন। অনেকে আবার বলেন, এটা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস। ‘অলাতচক্র’ আসছে বড় পর্দায়। এখানে দানিয়েলের ভূমিকায় দেখা দেবেন আহমেদ রুবেল। আর রুপালি পর্দায় তায়েবা হবেন জয়া আহসান। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহতাব হাসান, নুসরাত জাহানসহ আরও অনেকে।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102