আমায় ডেকো এক বিকেলে যদি তুমি
সাঁঝের বেলায় আঁধার রাতের তুমি;
কখন বলো ভালোবাসি তোমায় আমি
গভীর রাতে জোনাক জ্বলে নিদ্রা তুমি।
দিনের শেষে ঘনিয়ে এলো সন্ধ্যা বেলা
আকাশ ভরা গগণেতে তারার মেলা;
চাঁদের সনে পিরিত করে মনভোলা
দু’চোখ ভরে ঘুম আসে না শুধু জ্বালা।
দখিনা বায়ু বইছে শুধু সারা রাত
গগণ মাঝে গর্জন করে কপোকাত
ভয়ের সাথে ঘুমিয়ে পড়ে অকৎসাত
সকাল বেলা উঠবে জেগে পান্থাভাত।
কেমন ঘরে জনম নিয়ে ভাগ্যবান
সুন্দর গুণে কর্মে নিপুণ হে মহান
দিলেন তারে সম্পদ ভরে গুণবান
সৃষ্টি কর্তার মায়া অপার দয়াবান।
দেখতে নারি সাহস করি তুমি বলি
কেমন করে সামনে পড়ে পথ চলি;
মায়ায় দোরে বাঁধন ছিড়ে কথা গুলি
লিখতে বসি চাঁদের হাসি দিয়ে গেলি।
শপথ করে বলবো তারে ভালোবাসি
প্রেম পিরিতি ভবের গতি শুধু হাসি;
নিজের গুণে কাজের সনে বসে আছি
কদম ডালে আরণ্যক বাজায় বাঁশি।
সোনার আংটি রূপোর কাঠি রূপকথা
কাজের সাথে আয়ের পথে মাথাব্যথা
দেখতে নারে দু’চোখ ভরে যথাতথা
খবর পড়ে মানুষ ঘরে ভাগ্য দাতা।
রবির সাথে কিরণ আছে মর্ম বাণী
দু:স্থ লোকের কপট হাসি বলো শুনি
নিজের গুণে কাজের সনে জানাজানি
মনের স্বাদ মিলবে খাদ প্রতিধ্বনি।
লেখক :
এস চাঙমা সত্যজিৎ
রচনাকাল : বুধবার
সেপ্টেম্বর ০৭, ২০২১ খ্রি.