শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

বিশ্বনাথে বাইপাস মোড়ে নির্মাণ হচ্ছে গোল চত্বর

আবুল কাশেম, বিশ্বনাথ, সিলেট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১২ বার দেখা হয়েছে

সিলেট জেলা পরিষদের অর্থায়নে প্রথমবারের মত সিলেটের বিশ্বনাথ উপজেলার জগন্নাথপুর বাইপাস (আব্দুল হাসিমের) মোড়ে গোল চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে, এই মোড়টি আব্দুল হাসিমের মোড় নামে দেশে-বিদেশে সুপরিচিত। উপজেলার দেওকলসের বাসিন্দা সিলেট-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার ছোট ভাই সিলেট জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সহল-আল রাজি চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে এ চত্তর নির্মাণ হতে যাচ্ছে।

গোলাকার চার স্থর বিশিষ্ট ১৬ ফুট গোলবৃত্তের ওই চত্বর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস (আব্দুল হাসিমের মোড়) চত্বর নির্মাণের স্থান পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রধান প্রকৌশলীসহ স্থানীয় জন প্রতিনিধিরা। আগামি জুন ২০২২ সালের মধ্যে সেটি বাস্তবায়ন করার কথা রয়েছে।

পরিদর্শনকালে সিলেট জেলা পরিষদের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ, সহকারী প্রকৌশলী সূর্য্য সেন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ মুরব্বী আলহাজ পংকি খান, জেলা পরিষদ সদস্য সহল আল্-রাজি চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভা সহায়ক কমিটির সদস্য জহুর আলী মেম্বার, শাহ নেওয়াজ চৌধুরী, সেলিম মেম্বার, এবং চত্বরের ডিজাইনার (আর্কিটেক্ট) তুষার ঘোষ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কথা হলে সহল আল্-রাজি চৌধুরী বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান জীবীত থাকাকালীন সময়ে তিনি জেলা পরিষদের অর্থায়নে বিশ্বনাথে একটি গোল চত্বর নির্মাণের জন্য আবেদন করেন। এরপর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ সেটি অনুমোদন দেন।

জেলা পরিষদের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির মোজাহিদ বলেন, স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে পর্যালোচনা করে চত্বর নির্মাণের জন্য টেন্ডার দেওয়ার পর কাজ শুরু করা হবে। আগামি জুন ২০২২ সালের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102