শুভ অভিনন্দন ফেরদৌসী কাদরী
এশিয়ার বিখ্যাত নোবেল বিজয়িনী
বাংলার আকাশ বাতাস ভরে উঠুক
তোমার কর্মময় জীবনের কাহিনী।
আমাদের প্রজন্ম শিখে নিক দিশারী,
তুমি পদ প্রদর্শক বিজ্ঞানে বিজ্ঞানী;
এশিয়ার নোবেল খ্যাত পুরস্কারের
সুনামধন্যা গৌরবময়ী বাংলাদেশি।
তোমার কৃত্তি নিশান আমার স্মরণে
চির জাগুরুক হোক প্রজন্মের মনে;
বাংলাদেশের আলোক বর্তিকা জ্বালিয়ে
দিয়েছিলে ফেরদৌসী কাদরী জীবনে ।
ফেরদৌসী কাদরী বাংলার মহিয়সী
বাংলাদেশি মানুষের একজন কর্মী;
আমাদের মাঝে তুমি বাংলার দিশারী
তুমি পদ প্রদর্শক মহিয়সী নারী।
সুনামখ্যাত বিজ্ঞানী ফেরদৌসী তুমি
স্বপ্নের বাংলাদেশে আমার জন্মভূমি
আমার সোনার বাংলা কত স্বপ্ন দেখি
তোমার স্মরণে আজ নিবেদন করি।
আমরা সব জানি কাব্য সাহিত্য কবি
লেখক প্রাবন্ধিক গল্পের ছায়াছবি;
সাহিত্যিক গবেষক নাট্য প্রতিচছবি
নিজের অজান্তে হয়ে যায় প্রতিধ্বনি।
আমরা সুনাগরিক আমরা গবেষক
আমরা বৈজ্ঞানিক আমরা সাহিত্যিক;
আমরা সাংবাদিক আমাদের পাণ্ডিত্য
ডাক্তার কবিরাজ বৈদ্য উপন্যাসিক।
আমাদের বীরত্ব আমাদের গৌরব
জাতির অহঙ্কার আমাদের সৌরভ
আমরা দ্বিগিজয়ী আমাদের উৎসব
পরিপূর্ণ বাংলদেশ আমাদের সব।
কবি ও লেখক পরিচিতি :
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
সহ-সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ।
চেয়ারম্যান
খাগড়াছড়ি জেলা
আলোকিত মানবাধিকার সাংবাদিক সোসাইটি।
জেলা সমন্বয়কারী
ও
প্রতিনিধি, প্রধান কার্যালয়
দুর্নীতি দমন নাগরিক আন্দোলন।
আহবায়ক
খাগড়াছড়ি জেলা
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
রচনাকাল : মঙ্গলবার
সেপ্টেম্বর ০৭, ২০২১ খ্রি.