খাগড়াছড়ি সেনা জোনের অধীনে পানছড়ি সাবজোন কর্তৃক পরিচালিত পানছড়ি উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার ও অফিস ম্যানেজমেন্ট কোর্সের ৪র্থ, ৫ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হযেছে।
পানছড়ি সাবজোনের আয়োজনে ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যাপ্টেন আহসান হাবিবেব সঞ্চালনায় ২২ বিজয়ী খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল তৌফিকুল বারী প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, নাজির হোসেন,কিরন ত্রিপুরা, বিজয় চাকমা ,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধান অথিতি বলেন, বর্তমান ডিজিটাল ও অনলাইন ব্যবহার করেই যাবতীয় কাজকর্ম সম্পাদন করতে হয়। দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ সেনা বাহিনী সব সময় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। পানছড়ি উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার ও অফিস ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীদের ৪র্থ ব্যাচের ১৮ জন ও ৫ম ব্যাচের ২০ জন সহ মোট ৩৮ জনের কোর্স সম্পন্ন হলো। আজ তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম চালু থাকবে।