গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপি’র নবগঠিত পকেট কমিটির ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় নেতা কর্মীরা । শনিবার বিকেলে কোনাবাড়ী বাস স্টেশন এলাকায় সাবেক কোনাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইন্দ্রিস আলী সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয় ।
বিক্ষোভে বক্তারা বলেন, গত ৮ আগে কোনাবাড়ী থানা বিএনপি’র একটি লিখিত কমিটি ঘোষণা করা হয় । আগের কমিটি বিলুপ্ত করে গত বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক সালাহ উদ্দিন সরকার ও সদস্য সচিব সোহবার উদ্দিনের যৌথ সাক্ষরে কোনাবাড়ী থানা বিএনপি’র রবিউল আলম রবিকে আহবায়ক ও সাজ্জাদুর রহমান মামুনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেয় । সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কমিটির ঘোষণা পত্র দেখতে পেয়ে দলীয় নেতা কর্মীরা অসন্তোষ প্রকাশ করে । ত্যাগী নেতাদের কমিটিতে ঠাই না হওয়ায় ক্ষোভে কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা । পরে ওই মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় প্রদক্ষীন শেষে রেশম উন্নয়ন বোর্ডের সামনে সংক্ষিত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় ।
এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, কোনাবাড়ী থানা শ্রমিক দলের সদস্য সচিব মঞ্জুর হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সেলিম সরকার, কোনাবাড়ী থানা কৃষক দলের আহবায় ওয়াসিম আকরাম, কোনাবাড়ী থানা মৎসজীবি দলের আহবায়ক লিটন সরকার, গাজীপুর মহানগর ছাত্র দলের সহ-সভাপতি আবু সালেহসহ বিএনপি’র অন্যান্য সংগঠনে নেতা কর্মীরা ।