দীর্ঘ ৯ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর পৌর আ’লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী ) উৎসব মুখর পরিবেশে পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ হারুনুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.নুরউদ্দিন চৌধুরী নয়ন, উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ।
বিশেষ অতিথি ছিলেন, এসেনসিয়াল ড্রাগস’র এমডি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এহসানুল কবির জগলুল, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা আওয়ামীলীগের সদস্য, অ্যাড.মিজানুর রহমান মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রমূখ।
সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ ও কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ জুটন নির্বাচিত হয়েছেন।
এসময় সাধারণ সম্পাদক পদে পরাজিত আইনুল কবির মনির কে সিনিয়র সহ-সভাপতি ও জাকির হোসেন নোমানকে সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদী হাসান শিশির পাঠান ও ইমরান হোসেন রুবেল এর নাম ঘোষনা করেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.নুরউদ্দিন চৌধুরী নয়ন।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১২ সালের ১২ নভেম্বর বাক্কিবিল্লাহকে আহবায়ক করে ৪৬ বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করা হয়েছিল। এ পর্যন্ত ওই কমিটির ২৪ সদস্য মারাও গেছে।