লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে ভোটের মধ্য দিয়ে ৩ জন অভিভাবক সদস্য নির্বাচন করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারী) মাদ্রাসার অভিভাবকদের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্টুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, উপজেলার যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফসীল অনুযায়ী ১৫ জানুয়ারী ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়।
উক্ত নির্বাচনে অভিভাবক পদে ৬ জন অংশগ্রহণ করে। ভোটগ্রহন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। ৬ জনের মধ্যে ইয়াহিয়া খাঁন বাবলু, মাও: নুর মোহাম্মদ ও আনোয়ার হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন।
এছাড়াও ইংরেজী প্রভাষক মোস্তাক আহম্মদ, সিনিয়র শিক্ষক মোঃ আক্তার উদ্দিন ও কামাল হোসেন ভূঁইয়া শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব, সহকারী প্রিজাডিং অফিসারের দায়ীত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন, পুলিং অফিসার ছিলেন শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ আশরাফুর জামান, মাধ্যমিক শিক্ষা অফিস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও মোঃ ছামির।
দেশ যুগান্তর/আরজে