দেশব্যাপী জাতীয় পরিসংখ্যান দিবস পালনের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটরিয়মে “গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ এই শ্লোগান নিয়ে আলোচনা সভা করা হয়।
উপজেলা পরিসংখ্যান অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অফিসার ফয়জুননেসা পান্না , নির্বাচন অফিসার হারুন মোল্লা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ফাতেমা খাতুন, এস আই ইয়াছিন আরাফাত, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পরিসংখ্যানের গুরুত্ব অপরিহার্য। বিশেষ করে পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ।