লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নাঘের দিঘীরপাড় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১১ টায় একাত্তরের দেশাত্মবোধক ইসলামী সংগীত পরিবেশন করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অ্যাড. সুমন মনির ও আব্দুল বাতেন এর পৃথক উপস্থাপনায় উদ্বোধন করেন, নাগের দিঘীরপাড় দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক।
এসময় বক্তব্য রাখেন, নাগের দিঘীরপাড় জামে মসজিদের খতিব মাওঃ আলী আহমদ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামী সংগীত শিল্পী ও নাট্যকারবৃন্দ অভিনয় এবং ইসলামী সংগীত পরিবেশন করেছেন। দেশের ও সমাজের বর্তমান নিন্দনীয় সমাজের অসংগতি চিত্রগুলো শিল্পীরা গানে গানে ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।