লক্ষ্মীপুরের রামগঞ্জে বদলী হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমাকে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা ইউএনও উম্মে হাবিবা মীরাকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সংসদ সদস্য ডা. মোঃ আনোয়ার খান এর উদ্যোগে রামগঞ্জ উপজেলায় বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান শুরু হয়।
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ আনোয়ার খানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও তাপ্তি চাকমা । এ সময় রামগঞ্জে ১ বছর ৯ মাস দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় তিনি বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজন, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি। যার কারণে রামগঞ্জের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এই অঞ্চলের মানুষ অত্যন্ত সহজ-সরল প্রকৃতির এবং প্রশাসনের কাজে তারা সহযোগিতা করতে সদা প্রস্তুত।
তিনি বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিসরূপ জনগণ তাকে কখনও ভোলে না। এতে সরকারও ভালো কাজের মূল্যয়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো।
যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ অঞ্চলের মানুষের পাশে থেকে জনকল্যাণকর কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা বলেন, আমি রামগঞ্জে উন্নয়নকে আরো গতিশীল ও সমৃদ্ধ করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সভাপতির বক্তব্যে ডাঃ আনোয়ার খান বলেন, বিদায়ী রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার সততা, কর্মদক্ষতা ও নানা গুণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা রামগঞ্জবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়বেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ রামগঞ্জবাসী বিদায়ী ইউএনও’র কর্মের যথার্থ মূল্যায়ন করে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে সম্মানিত করেছেন, তা সত্যিই আনন্দের। সর্বস্তরের মানুষের ভালোবাসার মেলবন্ধন অটুট রাখতে হলে সবাইকে উন্মুক্ত মনে জনগণের কল্যাণ ও সার্বিক উন্নয়নে বিদায়ী ইউএনও’র মতো নিবেদিতভাবে কাজ করতে হবে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভালো কাজের মাধ্যমে জনগণের পাশে থাকবেন এবং এই অঞ্চলের উন্নয়নে কাজ করে অবশ্যই যোগ্যতার স্বাক্ষর রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।