শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে হুমকীর মুখে ফসলি জমি

সামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে

জামালপুরের মেলান্দহে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের গাজিপুর বাজার ও জামালপুর সদর উপজেলা মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘোষেরপাড়া ইউনিয়নের মাথারবাড়ি পর্যন্ত ঝিনাই নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন মহাৎসব। এতে হুমকির মুখে পড়ছে নদীর তীরবর্তী দু-পাড়ের কৃষি ফসলি জমি।সরজমিনে দেখা যায়, ড্রেজার মালিক কাপাশহাটিয়া গ্রামের মিন্ঠু ,নয়ন, সুজা ,গুদুকানা হায়দর,আরংহাটি আছাদুল্লাহ, ফারুক, ও ঘোষের পাড়া গ্রামের তাজেল সহ নাম না জানা বালুখেকুর একটি সংঘবদ্ধ দল। প্রশাসনের নজর ফাঁকি ও প্রশাসনের সাথে চোর – পুলিশ খেলে অবাধে রমরমা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই বালু খেকুদের খুটিঁর জোর কোথায়?

বালু খেকুদের কাছে জানতে চাইলে তারা জানান- প্রশাসনের সাথে কথা বলে এখান থেকে মাটি কাটা হচ্ছে, আমাদের জমি থেকে বালু উত্তোলন করছি কাউকে কোনো কিছু বলতে হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বালু খেকুর শ্রমিকরা বলেন -ভাই নদীর জমির মালিককে দিতে হয় প্রতি হাজার মাটির জন্য ২ হাজার ৫শ ও ড্রেজার মালিকে দিতে হয় ২,হাজার ৫শ আপনি আসছেন নাম্বার দিয়ে যান মালিক আসলে বলব আপনার বিকাশে অন্যদের মতো কিছু দিয়ে দিমুনি তবুও কিছু বলিয়েন না। আমাদের মালিক ভাল সবাইকে টাকা দিয়েই অনেকদিন যাবৎ এই ব্যবসা করে আসছে।ড্রেজার মালিক আছাদুল্লাহ বলেন ভাই সবাই আসে ২শ,৩শ টাকা নিয়েই চলে যায়, আপনি আইছেন ৫শ টাকা নিয়ে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি জানান, উত্তোলনকারীরা আওয়ামীলীগের কোন না কোন ছত্র ছায়ায় আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আমাদের দু পাড়ের কৃষি আবাদি জমি ফসল সহ ধসে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে তারা নানা হুমকি-ধামকি দিচ্ছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, এ বিষয়ে অভিযোগ পাইনি, তবে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102