জামালপুরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ায় পুটিয়া খাল থেকে বালু উত্তোলন করায় শ্যালো ইঞ্জিনচালিত তিনটি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১টি ড্রেজার মেশিনে মালিক খায়ের পাড়া শহিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে পাশেই ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে গর্ত করে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেওয়া হবে। ৩টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, এর অনুযায়ী আপেল, নজরুল, পুড়ানো হয়। একটি ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।