সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়ম ঠেকাতে ঝাউগড়া ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টা জামালপুরের মেলান্দহ উপজেলা ঝাউগড়া ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান।
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মেলান্দহ উপজেলা মহীলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার।ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আন্জুমনোয়ারা হেনা চৌধুরী, ইউ পি সচিব তাসলিমা জাহান নিপা,জামাপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোরাদুজ্জামান, ঝাউগড়া ইউ পি সদস্য লালন মিয়া,আলম।
এ সময় বক্তারা বলেন, দরিদ্র ও অতিদরিদ্র ব্যক্তিদের জন্য সরকারের দেওয়া বিজিডি কার্ড়ের কর্মসূচিতে বিভিন্ন সময় অনিয়ম দেখা দেয়। একজনের চাল অন্যজন তুলে নেয়। এতে করে প্রকৃত উপকারভোগী ক্ষতিগ্রস্ত হয়। তবে ডিজিটাল পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে উপকারভোগী চিহ্নিতের পাশাপাশি সব অনিয়ম রোধ করা সম্ভব হবে। এতে করে সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নও সফল হবে।