জামালপুরের সরিষাবাড়ীতে দাফনের ২৫ মাস পর কবর থেকে শ্যামল রবিদাস (২৩) নামে এক যুবকের লাশ কবর থেকে তোলা হয়েছে। বুধবার(১২ অক্টোবর) বিকেলে উপজেলার কাশিনাথপুর গ্রাম থেকে এ লাশ কবর থেকে তোলা হয়েছে। শ্যামল রবিদাস উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের নেপাল রবিদাস এর একমাত্র ছেলে। নিহতের পরিবারের দাবী ২০২০ সালের ২৪ আগস্ট জামালপুর সদর উপজেলার কাস্টশিংগা গ্রামের শ্বশুর অখিল রবিদাস এর বাড়ীতে শ্যামল রবিদাস কে হত্যা করা হয়।এ বিষয়ে নিহতের মা সুমিতা রবিদাস জামালপুর জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জামালপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করলে পিবিআই জামালপুর কে লাশের সুরতহাল করার জন্য নির্দেশ দেয় আদালত।এপ্রেক্ষিতে জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু কর্তৃক স্বাক্ষরিত জামালপুর জেলা প্রাশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ কে নির্দেশ প্রদান করলে তার উপস্থিতিতে কবর থেকে যুবকের লাশ তোলা হয়।পরে পিবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লাশের সুরতহাল করে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
এ সময় পিবিআই জামালপুর এর অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন,মামলার তদন্তকারী কর্মকর্তা জুবায়ের আহমেদ রনি,আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন,তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য,ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।