লক্ষ্মীপুরের রায়পুর ৪নং সোনাপুর ইউপিতে রেয়ার মডেল দাখিল মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে মাদ্রাসা মাঠে শুরু হয়ে অতিথি, অভিবাভক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দুপুরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।
লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সুলাইমান রুবেল এর সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব আবুল কাসেম এর প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।
মাদ্রাসার সুপার মাওঃ নুর হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া বিন জাকারিয়া মারুফ, ইউপি চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত, আল আরাফাহ দাখিল মাদ্রাসার সুপার আলমগীর হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। উন্নত দেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদানের বিশেষ আহবান করেন। পরিশেষে সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে মাদ্রাসার শতভাগ সফলতা কামনা করেন।
হারুনুর রংশিদ/দেশ যুগান্তর