জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২২- ২৩ অর্থবছরে খরিপ- ১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(৪ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনও উপমা ফারিসার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ ৪ শত কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন তারা , উপকারভোগী কৃষকবৃন্দ ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ জানান, প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে ৫ কেজি আউশ বীজ,১০কেজি ডিএসপি ও ১০ কেজি এমপি সার প্রদান করা হয়েছে।
মো:মোস্তাফিজুর রহমানস সরিষাবাড়ী(জামালপুর)