ডিজে প্রোগ্রামের নামে গ্রামের অল্প বয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্য এবং দেহ ব্যবসার কাজে সহযোগিতা করায় হোটেল Sies Ta ( ফুলতলা বনানী হাইওয়ে রোড এর এক.মি ওষুধ কোম্পানির অপজিটে) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ সাইফুল ইসলাম কে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উক্ত সংগঠনের সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
এই সময় বগুড়া জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম বলেন আমার বগুড়াতে এরকম অনৈতিক কোন কার্যক্রম বা কার্যকলাপ করতে দেওয়া হবে না। আমরা দ্রুত হোটেল Sies Ta বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নিব।
ডিসি অফিসে স্মারকলিপি প্রদানের পরে উক্ত সংগঠনের সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়, সহকারী পুলিশ সুপার, বগুড়া ডিবি অফিস, সার্কেল ওসি, সদর থানা কার্যালয়, RAB-১২ বগুড়ার কার্যালয় সর্বশেষ বগুড়া শাজাহানপুর উপজেলা থানা পুলিশ কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা কর্মকর্তায় উক্ত মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটি কে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে অনেক প্রশংসা করেন। এবং দ্রুত হোটেল Sies Ta বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন #
আরমান হোসেন ডলার বগুড়াঃ