জামালপুরর মলাদহ ঈদুল ফিতর ও করোনা মোকাবেলায় ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়ছে। ১১ ম আদ্রা ইউনিয়নর চয়ারম্যান প্রার্থী ও মেলান্দহ শ্রমিক লীগের কোষাধ্য আহাম্মদ আলী ঠিকাদারর নিজ অর্থায়ন বাঘাডোবা গ্রামে তিন শতাধিক লোকের মাঝেচাল, দুধ, তেল, সেমাই, চিনি বিতরণ করেন।
উপজলা শ্রমিক লীগর সহসভাপতি ও পুর্ণিমা সমাজ উনয়ন সংস্ার নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, সেলিম রেজা, শেখ আমিনুর ইসলাম, মেলান্দহ পৌরকাউন্সিলর খায়রুল ইসলাম, শ্রমিক লীগর সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান সুজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এত উপস্তি ছিলন।
অপরদিক একই দিন বলা তিনটায় ফুলকাচা ইউনিয়নর চয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মম্বার উত্তর রেখিরপাড়ায় পাঁচ শতাধিক হতদরিদ্রদর মাঝ ঈদ সামগ্রী বিতরণ করন।
অনুরপভাব কুলিয়া ইউনিয়নর চয়ারম্যান প্রার্থী বাংলাদশ ফুটবল ফেডারশনর রেফারি শফিকুল ইসলাম আলম সহস্রাধিক পরিবারর মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, শাড়ি, লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করছন।