রাকিবুল ইসলাম, রায়পুর (লক্ষ্মীপুর) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ১২১ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখতে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষা নিশ্চিত করতে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শিখনে মার্শাল আর্ট প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার ( ৬ সেপ্টেম্বর) সকালে রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মার্শাল আর্ট একাডেমির সহোযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।
এ সময় সভাপতির বক্তব্যে অনজন দাশ বলেন, ‘স্কুল পর্যায়ের ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্টের বিকল্প নেই। এটি ছাত্রীদের নিরাপত্তার শক্তি হিসেবে কাজ করবে। মার্শাল আর্টেল বিভিন্ন কৌশল জানা থাকলে একটি মেয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবিলা করে নিজেকে রক্ষা করতে পারবে, বখাটেদের হাত থেকে শিশুদের বাঁচা, শারীরিক-মানসিক গঠন সব দিক দিয়েই এই মার্শাল আর্ট শেখা ভালো, “ঘর থেকে বের হলে রাস্থায় ইভটিজিংসহ শ্লীলতাহানির শিকার হতে হয় মেয়েদের। এমন অসহায় অবস্থায় সেল্ফ ডিফেন্স রপ্ত থাকলে নিজের কাজে লাগে। নিজেকে বাঁচানো সহজ হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন.উপজেলা শিক্ষা অফিসার মো: মইনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমানসহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভা শেষে প্রশিক্ষকরা উপস্থিতদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল করে দেখান।
দেশ যুগান্তর/আরজে