জেলা প্রেসক্লাবের সাধারণ সসম্পাদক ও যমুনা টেলিভিশনের জামালপুরের স্টাফ রিপোর্টার শোয়েব হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ মে রাতে হামলা ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির কর্মরত গণমাধ্যমকর্মীরা।
১৭ মে বিকেলে মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে এঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছেন বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট মেলান্দহের সভাপতি আতিকুর রহমান,বিশিষ্ট কবি ও লেখক মো. ফরহাদ হোসেন,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেলান্দহ শাখার আহবায়ক মোশারফ হোসেন,দেউলাবাড়ী প্রবাহ সাহিত্যধারার আহবায়ক হাবিবুর রহমান,সোনার তরি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো: হাতেম আলী, ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম শেখ ফরিদ,সাংগঠনিক সম্পাদক মো. মুত্তাছিম বিল্লাহ (আজকালের খবর), অর্থ সম্পাদক জিল্লুর রহমান রতন(প্রতিদিনের সংবাদ), প্রচার সম্পাদক মোঃ ছামিউল ইসলাম দৈনিক (সংবাদ ও অনলাইন দৈনিক দেশ যুগান্তর, দপ্তর সম্পাদক জাহিদ হাসান (আমাদের নতুন সময়) প্রমুখ।