প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা ও লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. শাহজামাল।
উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রাজ্জাক মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম , মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ফজলুল করিম, উপজেলা প্রেসক্লাবের সদস্য শাহজাহান পারভেজ শাহীন, আফজাল শরীফ, রকিবুল হাসান বিদ্রোহী, ফিরোজ আল মুজাহিদ , নুরজ্জামান খান, শামীম তালুকদার ও মনিরুজ্জামান লিমন।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা ও তার মুক্তি দাবি করেন । একই সাথে তাকে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন ।